ত্রাণ নিয়ে দুর্নীতি করলে ছাড় নয়

Admin
1 Min Read

ঘূণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে দেখলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।

শুক্রবার (১৯ মে) বিকেলে শাহপরীর দ্বীপের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের অসহায় মানুষের সাথে কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান। এসময় তিনি শাহপরীর দ্বীপ উত্তর পাড়া আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মাঝে নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তালিকায় স্বজনপ্রীতি ও পর্যাপ্ত পরিমান ত্রাণ আছে কি-না এমন প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার আমিনুর রহমান বলেন, ‘আমি ডিসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ত্রাণ নিয়ে কোন রকম দূর্নীতি-স্বজনপ্রীতি করলে কেউ ছাড় পাবে না। ত্রাণে স্বচ্ছতা রাখতে সেন্টমাটিনে এসিল্যান্ড সার্বক্ষণিক তদারকি করছে।’

Share this Article
Leave a comment