মাছ ধরতে গিয়ে কুমিরে নিল জেলেকে, ২দিন পর মিলল লাশ

Admin
3 Min Read

সংবাদ ডেস্ক : খুলনায় সুন্দরবনসংলগ্ন সুতারখালী নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের টেনে নিয়ে যাওয়া এক মৎস্যজীবীর লাশ পাওয়া গেছে। ঘটনার প্রায় ৩৪ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোরের দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পশ্চিম সুন্দরবনের কালাবগী ফরেস্ট স্টেশন এলাকার সুতারখালী নদীতে মাছ ধরার সময় খায়রুল ইসলাম মোড়ল (২৩) নামের ওই ব্যক্তিকে কুমির টেনে নিয়ে যায়। খায়রুল দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়া ফকিরকোনা এলাকার আরশাদ মোড়লের ছেলে।
স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সুতারখালী ইউনিয়নের দক্ষিণে শেষ জনপদ কালাবগীর বিচ্ছিন্ন দ্বীপগ্রাম ফকিরকোনা। গ্রামটির পাশে সুতারখালী, ভদ্রা ও শিবসা নদী আর ওপারে সুন্দরবন। সুন্দরবনসংলগ্ন সবচেয়ে কাছের জনবসতিগুলোর একটি এই ফকিরকোনা। বছর তিনেক আগে ফকিরকোনা মূল কালাবগী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ ফকিরকোনায় নদীর চরের ওপরেই গাদাগাদি করে গড়ে উঠেছে অসংখ্য টংঘর। সেখানে নেই সুপেয় পানির ব্যবস্থা, পৌঁছায়নি বিদ্যুৎ। গ্রামের মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। বনে যাওয়া বন্ধের সময়টাতে নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালান তাঁরা।
স্থানীয় মানুষ আরও বলেন, খায়রুল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর এক ফুফুকে নিয়ে সুতারখালী নদীর তীরে খেপলা জাল দিয়ে খাওয়ার জন্য মাছ ধরছিলেন। খায়রুল জাল ফেলছিলেন। জালে পড়া মাছ পাত্রে রাখছিলেন তাঁর ফুফু বুলবুলি। হঠাৎ একটি কুমির খায়রুলকে ধরে পানির মধ্যে টেনে নিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা বুলবুলির ডাকচিৎকারে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করতে থাকেন। এমন সময় খায়রুলকে মুখে নিয়ে কুমিরটি নদীর চরে ওঠে। তখন কুমিরের মুখ থেকে খায়রুলকে ছাড়ানোর চেষ্টা করলে কুমিরটি আবারও পানিতে ডুব দেয়। কিছুক্ষণ পর আবার কুমিরটি ভেসে ওঠে। তখন আর খায়রুলকে দেখা যায়নি।
ওই এলাকার ইউপি সদস্য নিমাই মণ্ডল বলেন, ‘ঘটনার পর আমরা এলাকার কম করে হলেও শ দুয়েক লোক নৌকা ও ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করেছি। এত মানুষ আর ট্রলার-নৌকা দেখে কুমির পানির ওপর ভীষণ দাপিয়ে বেড়িয়েছে। একটা সময় কুমিরের গায়ে নোঙর লাগলে কুমিরটি পানির ওপর মুখ উঁচু করে দেয়। তখন কুমিরের মুখে খায়রুলকে দেখা যায়নি। এরপরও এলাকার মানুষ পাহারায় ছিল। আজ ভোরের দিকে লাশ নদীতে পাওয়া গেছে। কোমর ও ঊরুর কাছে কুমির যেখানটায় কামড়ে ধরেছিল, শুধু সেই ক্ষতই শরীরে আছে। শরীরের কোনো অংশই কুমির খেয়ে ফেলেনি। শরীরে অন্য কোনো ক্ষত নেই।’
ইউপি সদস্য নিমাই মণ্ডল আরও বলেন, ঘটনার বিষয়ে নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তারা আসতে চেয়েছে। পুলিশ আসার পর দাফন সম্পন্ন হবে। ফকিরকোনায় লাশ দাফন করার মতো তেমন জায়গা নেই। খায়রুলের লাশ দাফন করা হবে তাঁদের পুরোনো বাড়ি কালাবগী নদবাক্স এলাকায়।

Share this Article
Leave a comment