সুপ্রিম কোর্টের অনুসন্ধান কমিটির অভিযান, সতর্ক করা হলো তিনজনকে

Admin
1 Min Read

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ফটোকপি ও কম্পিউটার টাইপের দোকানে অভিযান চালিয়ে ভুয়া টোকেনসহ দুজনকে এবং একজন ভুয়া ডেপোনেন্টকে (সাক্ষ্যদাতা) আটক করা হয়েছে। সুপ্রিম কোর্টের অনুসন্ধান কমিটি তাঁদের আটক করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতিবিষয়ক অভিযোগ অনুসন্ধানে গঠিত কমিটি আজ রোববার সকালে এই অভিযান চালায়।

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে গত বছরের ৬ জানুয়ারি প্রথমে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়। একজন সদস্য বদলি হওয়ার প্রেক্ষাপটে আরও একজন নতুন সদস্য নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির সদস্য চারজন।

Share this Article
Leave a comment